খুলনায় ইঞ্জিনসহ ৬ বগি লাইনচ্যুত, যোগাযোগ বিচ্ছিন্ন

মাথাভাঙ্গা অনলাইন : খুলনার ফুলতলা উপজেলার যুগনীপাশাতে নকশিকাঁথা ট্রেনের ইঞ্জিনসহ ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। ফিসপ্লেট কেটে ফেলার কারণে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এ ঘটনায় খুলনা থেকে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

খুলনা জিআরপি পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত পৌনে দুটার দিকে খুলনা রেলস্টেশন থেকে ৩০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার তৎপরতা চলছে। এরপর শুরু হবে লাইন মেরামতের কাজ। তবে কখন লাইন স্বাভাবিক হবে তা নিশ্চিতভাবে জানা যায়নি।

সূত্রটি আরো জানায়, দুর্ঘটনার শিকার ট্রেনটি মঙ্গলবার বেলা একটার দিকে গোয়ালন্দ থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসে। আর এই দুঘটনার কারণে খুলনা থেকে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন আছে। ঘটেছে সিডিউল বিপর্যয়। খুলনা রেল স্টেশনে কয়েক শ’ যাত্রীকে উদ্বিগ্ন ও উৎকণ্ঠার মধ্যে থাকতে দেখা গেছে