খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিট কমান্ড

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেল ইউনিট কমান্ড। জেলা কমান্ডার আবু হোসেন ও সদর উপজেলা কমান্ডার আব্দুস শুকুর বাঙ্গালী স্বাক্ষরিত এক যৌথ প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, মুক্তিযুদ্ধের ৯ মাস পাক জেনারেলের তত্ত্বাবধানে থাকা মেজর জিয়াউর রহমানের স্ত্রী দেখেননি, শোনেননি পাক সেনাদের নির্মম গণহত্যার কথা। তাই তিনি প্রশ্ন তুলেছেন মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে। তার এই বক্তব্যে আবারো প্রমাণিত হলো পাকি প্রেমের কারণেই তিনি মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের আহ্বানে সাড়া দেননি। বিজয়ের মাস মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে তিনি মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি অবমাননা করেছেন। আমরা তার এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তার বক্তব্য প্রত্যাহার ও জাতির কাছে ক্ষমা প্রার্থনার আহ্বান জানাচ্ছি।