খালি হাতেই চিতাবাঘ মেরে বাঁচলেন বৃদ্ধা

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতে ৫৬ বছর বয়সী এক বৃদ্ধা আত্মরক্ষার্থে বলতে গেলে খালি হাতে একটিচিতাবাঘ মেরে আলোড়ন সৃষ্টি করেছেন। গত রোববার উত্তরাখণ্ডের একটি গ্রামে এঘটনা ঘটে।গতসোমবার একটি প্রতিবেদনে জানানো হয়, কমলা দেবী নামের ওই বৃদ্ধা ভোরে তার জমিতে যান। তিনি সেচ দিচ্ছিলেন। এমনসময় ঝোপের আড়ালে থাকা একটি চিতাবাঘ (লেপার্ড) পেছন দিক থেকে তার ওপরঝাঁপিয়ে পড়ে।সাহস সঞ্চয় করে কাছে থাকা কৃষিযন্ত্র দিয়ে চিতাবাঘটিকেপাল্টা আক্রমণ করেন কমলা। প্রায় আধা ঘণ্টা ধরে বাঁচা-মরার লড়াই চলে।একপর্যায়ে চিতা বাঘটি মারা যায়। গুরুতরভাবে আহত হন বৃদ্ধা। পরে গ্রামবাসীবৃদ্ধা কমলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।কমলা বলেন, প্রথমে আমি ভড়কে যাই। নিজেকে বাঁচাতে পরে সাহস জোগাই। পণ করি,আজ এখানেই আমার শেষ দিন নয়।