খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবিতে সংসদ সদস্য ও হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের নিকট স্মারকলিপি পেশ

 

ডিঙ্গেদহ প্রতিনিধি: বাংলাদেশে খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবিতে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের নিকট স্মারকলিপি পেশ করা হয়। গতকাল রোববার সকাল ১০টায় হুইপের বাসভবনে চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক কমিটির পক্ষে এ স্মারকলিপি পেশ করা হয়। এরপর বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামানের নিকট স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপিতে খাদ্যপণ্যের মূল্য অতি দরিদ্র সাধারণ মানুষের মধ্যে রাখা, দেশব্যাপি ভেজাল ও রাসায়নিক বিষমুক্ত নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা, চলমান সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসূচিসমূহকে পর্যালোচনা করে অধিকারভিত্তিক দৃষ্টিভঙ্গির আলোকে পুর্নবিন্যাস করে প্রত্যাবিত আইনের অধিনে সমন্বয়ের ব্যবস্থা করার দাবি জানানো হয়। উপস্থিত ছিলেন- দক্ষিণ এশিয়া খাদ্য অধিকার জেলা আহ্বায়ক কমিটির যুগ্মআহ্বায়ক বিল্লাল হোসেন, ইলিয়াস হোসেন, সদস্য জহির রায়হান, আসমা চুমকি, শাহেদ হাসান হালিম, মিনা, সাইদুর রহমান, শাহিন সুলতানা মিলি, কাতব আলী, অ্যাড. নওশের আলী, সাহানাজ পারভীন শান্তি, সাধন কর ও সাহেদ হাসান।