খাদিমপুর প্রাথমিকবিদ্যালয় ভবনে ফাটল :নিরাপত্তার স্বার্থে পরিত্যক্ত ঘোষণা

 

খাদিমপুর প্রতিনিধি:আলমডাঙ্গার ১৯ নং খাদিমপুর সরকারি প্রাথমিকবিদ্যালয় ভবনে ফাটল ধরেছে। প্রায় ১৮ বছর আগে এ বিদ্যালয় ভবনটি নির্মিত হয়। স্কুলের শিক্ষকসহ গ্রামের সকলেই জানিয়েছেন, ত্রুটিপূর্ণ নির্মাণের কারণেই ফাটল দেখা দিয়েছে। ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার জন্য ওই ভবনে ক্লাস নেয়া বন্ধ করা হয়েছে।বিপদ এড়াতে গাছের নিচে ক্লাস নেয়া হচ্ছে। বিগত কয়েক দিন পূর্বে ক্লাস চলাকালীন অবস্থায় দেয়ালে ফাটল ও ছাদ হেলে যাওয়া দেখে বিষয়টি জেলা শিক্ষা অফিসকে অবহিত করা হয়।গত বুধবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করে ভবনটি পরিত্যক্তঘোষণা করেন।বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করলে একই মত প্রকাশ করেন। বর্তমানে ৫০৩ জন ছাত্র-ছাত্রীকে পাঠদান করানো খুব কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিদ্যালয়ের একটি নতুন ভবন আছে যা ২০১২ সাল থেকে ইউনিয়ন কাউন্সিলের অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে। যে কারণে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেছেন শিক্ষক ছাত্র-ছাত্রীসহ সকল অভিভাবক।