কয়েদিদের রাষ্ট্রবিজ্ঞান পড়াবেন লালু : দৈনিক বেতন ২৫ রুপি

মাথাভাঙ্গা মনিটর: বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব রাঁচির জেলখানায় কয়াদিদের রাষ্ট্রবিজ্ঞান ও ম্যানেজমেন্ট পড়াবেন। এর বিনিময় দৈনিক বেতন হিসেবে পাবেন ২৫ রুপি। বয়সের কারণে তাকে শিক্ষক হিসেবে নিযুক্ত করছেন কারা কর্তৃপক্ষ। পশুখাদ্য দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন ভারতের আদালত। রেলমন্ত্রী থাকাকলীন তিনি হাভার্ড বিজনেস স্কুল এবং আমদাবাদে ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অফ ম্যানেজমেন্টে লেকচার দিয়েছিলেন। জেলসুপার জানিয়েছেন, তাকে জেলবন্দীদের পড়ানোর দায়িত্ব নেয়ার অনুরোধ করা হয়েছে। তিনি আইনে স্নাতক আর রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী। বিরসা মুন্ডা জেলে প্রায় তিন হাজার বন্দী রয়েছেন। তাদের মধ্যে ২০০ জন ইন্টারমিডিয়েট, ১০০ জন স্নাতক স্তর এবং ৫০ জন স্নাতকোত্তর স্তরের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। জেলের আইজি শৈলেন্দ্র ভূষণ জানিয়েছেন, খুব শিগগিরই জেলের এক আধিকারিক লালুর ইন্টারভিউ নেবেন এবং তার হিস্ট্রি বুক তৈরি করবেন। তার ভিত্তিতেই লালুপ্রসাদের জন্য তার জন্য উপযুক্ত কাজের বন্দোবস্ত করা হবে।