ক্রসফায়ার নয়, বন্দুকযুদ্ধ হয় : স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দাবি করেছেন, তার মতে দেশে কোনো ক্রসফায়ার হয় না। যা হয়, তা বন্দুকযুদ্ধ। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর মিরপুর ১০ নম্বরে ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী এ দাবি করেন। প্রতিমন্ত্রী চীন সরকারের দেয়া ৫০টি অ্যাম্বুলেন্স ওই অনুষ্ঠানে গ্রহণ করেন। একই সাথে ফায়ার সার্ভিসের বার্ন হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। গত সোমবার রাজধানীর কদমতলী এলাকায় ওয়াসিম আলী ও সংগ্রাম চৌধুরী নামে দু ব্যক্তি গুলিতে নিহত হন। ওই দুজন বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন দাবি করে আসাদুজ্জামান খান কামাল বলেন, নিহত দু ব্যক্তি সন্ত্রাসী ছিলেন। দেশের প্রতিটি উপজেলায় ফায়ার সার্ভিসের স্টেশন করা হবে বলে অনুষ্ঠানে জানান স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী।