ক্রসফায়ারের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে: হান্নান শাহ

 

স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অব. আসম হান্নান শাহ বলেছেন, সাম্প্রতিক সময়ে সংগঠিত কয়েকটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা ক্রসফায়ারের নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য আছে। ক্ষমতাসীনরা তাদের অপকর্মের সাক্ষীকে নিশ্চিহ্ন করতেই নিজদলের নেতাকর্মীদের ক্রসফায়ার করে হত্যা করছে বলে তিনি মন্তব্য করেন। রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গতকাল মঙ্গলবার বিকেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী তৃণমূল দল নামের একটি সংগঠনের জেলা প্রতিনিধিসভা উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। হান্নান শাহ বলেন, ক্রসফায়ারে সোনার ছেলেদের হত্যা করা হচ্ছে। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে। ভবিষ্যতে যাতে সাক্ষী দিতে না পারে সেজন্য অপকর্মের সাক্ষীদের মেরে ফেলা হচ্ছে।

তিনি বলেন, আ.লীগ ভোটে বিশ্বাস করে না। তাদের ওপর বাকশালী প্রেতাত্মা ভর করেছে। তারা জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হবে। সেজন্য অনেক নেতাই তাদের পাসপোর্টে প্রতিবেশী একটি দেশের ভিসা লাগিয়ে রেখেছেন।