কোস্টগার্ড-ৱ্যাব সদস্য হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড

 

স্টাফ রিপোর্টার: বাগেরহাটেদুজন কোস্টগার্ড ও একজন ৱ্যাব সদস্যকে হত্যার দায়ে ছয় জনের ফাঁসি ওসাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে অভিযোগ প্রমাণিত নাহওয়া এ মামলায় দুজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।বাগেরহাটের জেলা ও দায়রা জজ এসএম সোলায়মান গতকাল মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।ফাঁসির আসামিরা হলেন- রফিকুল শেখ, কুদ্দুস শেখ, ইদ্রিস শেখ, বাবুল শেখ, আলতাফ ফকির, ইলিয়াস শেখ।যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- রিয়াজুল শেখ, আকবর শেখ, আলম শেখ, বাদশা শেখ, জালাল শেখ, কামাল ওরফে সুজন শেখ, আসলাম শেখ।

রায়ে খালাস পাওয়া দুজন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাকিরা পালাতক রয়েছেন।মামলারএজাহারসূত্রে জানা গেছে, ২০০৬ সালের ১ ডিসেম্বর পূর্ব সুন্দরবন বিভাগেরকাপ্তাই রেঞ্জের পশুর নদীতে ডাকাতির প্রস্তুতিকালে ৱ্যাব এবং কোস্টগার্ডঅভিযান চালায়। অভিযান চালানোর সময় বনদস্যুদের সাথে যৌথ বাহিনীর গুলিবিনিময়ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে বনদস্যুরা কোস্টগার্ডের দুসদস্য এমএইচকবির এমএ ইকরাম, ৱ্যাব-৬ এর মো. কাঞ্চনকে ঝাপটে ধরে নদীতে ঝাপ দেয়।নিখোঁজ হন ওই তিনজন। দুদিন পর পশুর নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।