কোলকাতায় গণধর্ষণের শিকার এক রেলকর্মী

মাথাভাঙ্গা মনিটর: ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতা শহরে গণধর্ষণের শিকার হলেন রেলের এককর্মী। রেলেরই চার কর্মী তাকে ধর্ষণ করে। ওই নারী বিষয়টি কোলকাতার একটিটিভি চ্যানেলকে জানান। এ নিয়ে কোলকাতায় এখন তোলপাড় চলছে।কোলকাতা শহরের চিত্পুর এলাকার রেলইয়ার্ডে রেলের কর্মী হিসেবে নিয়োজিতওই নারী। তার স্বামী ২০১০ সালে ট্রেন দুর্ঘটনায় নিহত হলে তাকে কর্তৃপক্ষরেলে চাকরি দেয়।ওই নারীর অভিযোগ, চাকরি পাওয়ার কিছুদিন পর থেকেই চার রেলকর্মীগজেন্দ্র, জিৎ, রাজু ও মনোজের মাধ্যমে তিনি ধর্ষণের শিকার হন। মোবাইলেতারা এর ছবিও তুলে রাখে। হুমকি দেয়, ধর্ষণের কথা জানালে ওই ছবি ইন্টারনেটেছড়িয়ে দেয়া হবে।এই নারী আরও জানান, বাধ্য হয়ে তিনি বিষয়টি চেপে যান। এর মধ্যে তিনিবিয়ে করেন। বিয়ের পরও তিনি ওই চার রেলকর্মীর মাধ্যমে ধর্ষণের শিকার হন।বিষয়টি তিনি স্বামীকে জানান। স্বামীসহ তিনি রেল পুলিশ থানা, এমনকি দমদমথানায় মামলা করতে গেলে মামলা নেয়নি পুলিশ। বিষয়টি তিনি একটি সংবাদমাধ্যমকেজানান।গতকাল শনিবার খবরটি প্রকাশিত হলে কোলকাতায় তোলপাড় শুরু হয়। বিভিন্ন নারীসংগঠন, সামাজিক সংগঠন ও রাজনৈতিক দল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে চাররেলকর্মীকে শাস্তি দেয়ার দাবি জানায়।