কোরবানি করতে হবে নির্দিষ্ট স্থানে

 

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহায় নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাই করতে হবে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে। বৈঠক শেষে স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। সচিব জানান, এবার যেখানে সেখানে কোরবানির পশু জবাই করা যাবে না। পশুর বর্জ্য ছড়িয়ে দুর্গন্ধ না ছড়ায় সেজন্য সারাদেশের ৩২৩টি পৌরসভা এবং ১১টি সিটি করপোরেশনকে এ ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে। নিকটস্থ স্কুল-কলেজের মাঠ অথবা কোনো খালি জায়গায় কোরবানির পশু একত্রিত করে জবাই করলে ভালো হয়। এতে কোরবানির পশুর বর্জ্য সংগ্রহ ও পরিষ্কার করতে সুবিধা হবে। এর আগে একই মন্ত্রণালয়ে আরেকটি আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রেলপথ-নৌপথে মলমূত্র ত্যাগ বন্ধে বিশেষ কন্টেইনার ব্যবহারের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত বাস্তাবায়নে একটি কারিগরি কমিটিও গঠন করা হয়।