কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার দেবপ্রসাদ পালকে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন

 

কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার দেব প্রসাদ পালকে গত ৯ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার দেব প্রসাদ পাল কোটচাঁদপুরে দায়িত্ব পালনকালে একজন দক্ষ, যোগ্য ও সনামধণ্য কর্মকর্তা হিসেবে তিনি পরিচিতি লাভ করেন। ২৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে তিনি গত ২০০৫ সালের ২ জুলাই চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলায় সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি যশোর কালেক্টরেট, ফরিদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে অত্যন্ত দক্ষ ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

কোটচাঁদপুর উপজেলায় তিনি প্রায় ২ বছর ৬ মাস উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সময়ে এ এলাকায় বাল্যবিয়ে ও আত্মহত্যার প্রবণতা ছিলো প্রবল। তার দায়িত্ব পালনকালে বাল্যবিয়ে ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ে ব্যাপক কাজ করার ফলে বাল্যবিয়ে ও আত্মহত্যা প্রবণাতা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। শিক্ষা ক্ষেত্রে তার সরব উপস্থিতি প্রশংসার দাবিদার। ছাত্র-ছাত্রীদের শতভাগ ইউনিফর্ম ও কেইডস্ পরিধান নিশ্চিতকরণে ব্যাপক ভূমিকা রাখেন তিনি। উপজেলা তথ্য ও প্রযুক্তি উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। কোটচাঁদপুরের শিক্ষাঙ্গনকে তিনি মডেলে পরিণত করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন রবীন্দ্রনাথ সঙ্গীত শিল্পী। ২০১৩ সালের ২৯ নভেম্বর  এক ভয়ঙ্কর রাজনৈতিক অস্থিরতার মধ্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে তিনি শক্ত হাতে এ উপজেলার প্রশ্রাসনের হাল ধরেন। জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন ও সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সততা, দক্ষতা ও নিরপেক্ষতার কারণে তিনি ব্যাপক গ্রহণ যোগ্যতা পেয়েছেন। শিল্প ও সাহিত্যনুরাগী এ কর্মকর্তাকে কোটচাঁদপুরবাসী আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।