কোটচাঁদপুরে সরকারি নির্দেশনা উপেক্ষা করে মাধ্যমিক স্কুলগুলোতে সমিতির প্রশ্নে পরীক্ষা গ্রহন

কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুরে মাধ্যমিক স্কুলগুলোতে অর্ধ-বার্ষিকও প্রাক নির্বাচনী পরীক্ষা-২০১৭ স্ব স্ব প্রতিষ্ঠান নিজেরাই প্রশ্নপত্র প্রণয়ন করে পরীক্ষা গ্রহণ করবেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে গত ২ জুলাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পত্র দ্বারা এমনই নির্দেশনা দেয়া হয়েছিলো। অথচ পৌর সদরে কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার কয়েকটি বিদ্যালয় ছাড়া বেশিরভাগ বিদ্যালয় বাইরে থেকে কেনা প্রশ্নে পরীক্ষা নিচ্ছে। অভিযোগ পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান গতকাল সোমবার বিভিন্ন স্কুল পরিদর্শন করেন। এরমধ্যে শেরখালী, কুশনা ও তালসার স্কুল পরির্দশনে গিয়ে কেনা প্রশ্নে পরীক্ষা নেয়ার ঘটনা প্রত্যক্ষ করেন। উপজেলার কতিপয় স্কুল কর্তৃপক্ষের এহেন কা-ে সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি করেছে। দাবি উঠেছে দায়ী স্কুলগুলোর বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়ার।