কেরুজ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত পরিষদকে গণসংবর্ধনাকালে দর্শনা পৌর মেয়র

 

রাষ্ট্রীয় সম্পদ কেরুজ চিনিকল রক্ষায় এ পরিষদকে আন্তরিক হতে হবে

দর্শনা অফিস: কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ ও জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। দর্শনা পৌরসভার আয়োজনে গতকাল রোববার বিকেলে পৌর ভবনের ছাদে অনুষ্ঠিত সংবর্ধনাসভায় সভাপতিত্ব করেন দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান। তিনি বলেন, কেরুজ চিনিকল এ অঞ্চলকে আলোকিত করে রেখেছে। এ মিলটি কোনো কারণে বন্ধ হলে অন্ধকার নেমে আসবে এ অঞ্চলে। তাই দেশের মূল্যবান এ রাষ্ট্রীয় সম্পদটি রক্ষায় নবনির্বাচিত পরিষদকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ শিক্ষাবীদ মোশাররফ হোসেন, সংবর্ধিত কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সহসভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, যুগ্মসম্পাদক খবির উদ্দিন, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য মুন্সি সিরাজুল ইসলাম ও কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি হাফিজুল ইসলাম। হারুন অর রশিদের উপস্থাপনায় আরও বক্তব্য দেন, দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর শোনিত কুমার গায়েন, হাজি খালেকুজ্জামান, হাজি এরশাদ মাস্টার, দর্শনা রেল বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা, কবি এবং সাহিত্যিক আবু সুফিয়ান ও বিএনপি নেতা হাবিবুর রহমান বুলেট। উপস্থিত ছিলেন দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, আমির হোসেন, আতিয়ার রহমান হাবু, শফিকুল আলম, সুধির কুমার শান্তারা, দর্শনা পৌর প্যানেল মেয়র রেজাউল ইসলাম, কাউন্সিলর মঈনুদ্দিন আহম্মেদ মন্টু, কানচু মাতবর, আম্বিয়া খাতুন ফুট্টুরি, জাহানারা খাতুন, সুরাতন নেছা, গোবিন্দ হালদার, বাবর আলী, শিক্ষক নেতা হারুন অর রশিদ-জুয়েল প্রমুখ। পরে পৌরসভার পক্ষ থেকে নবনির্বাচিত প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছাসহ সংবর্ধনা দেয়া হয়েছে।।