কেরুজ ফুরশেদপুর ফার্মের সুপারভাইজারের বিরুদ্ধে নিজতন্ত্র প্রতিষ্ঠার অভিযোগ

 

খেয়ালখুশি মতো চলছে কার্যক্রম

স্টাফ রিপোটার: কেরুজ চিনিকলের ফুরশেদফুর খামারের সুপারভাইজার আলী মিয়ার বিরুদ্ধে রাম রাজত্ব কায়েমের অভিযোগ উঠেছে। নিজের খেয়াল খুশি মতো চালাচ্ছেন কার্যক্রম। চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ঝাঝরি গ্রামের আলী মিয়া অদৃশ্য খুটির জোরে দীর্ঘদিন যাবত ফুরশেদপুর কৃষি খামারের সুপারভাইজারের দায়িত্ব পালন করে আসছেন। নিজের পছন্দ মতো দিন হাজিরা শ্রমিককে কাগজে-কলমে কাজ দেখানো হচ্ছে। নামে-বেনামে উত্তোলন করছেন হাজিরা। খেয়াল খুশিমতো ফার্মে যান আলী মিয়া। হাজিরা খাতায় স্বাক্ষর শেষে উধাও হয়ে যাওয়ার অভিযোগ অনেকের। আলী মিয়ার কাছের মানুষ ফার্মের চুক্তিভিত্তিক পাহারাদার নাজিম উদ্দিন উপস্থিত না থাকলেও তার হাজিরা বন্ধ নেই। সেই সাথে নাজিমের ১৩ বছর বয়সি ছেলে সোহাগের নামেও উত্তোলন করা হয়ে থাকে দিন হাজিরা। এছাড়া আরও অভিযোগ রয়েছে, ফার্মের এক একর জমি মাটি ভরাটের অজুহাতে দীর্ঘদিন ধরে চাষাবাদ করছেন আলী মিয়া। অভিযোগ খতিয়ে দেখে মিলের ব্যবস্থাপনা পরিচালক এবিএম আরশাদ হোসেন তড়িত ব্যবস্থা গ্রহণ করবেন বলে দাবি এলাকাবাসীর। এ ব্যাপারে মিলের ফার্ম ম্যানেজার আব্দুর বারীর কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ খতিয়ে দেখা হবে। প্রমানিত হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে অভিযুক্তদের বিরুদ্ধে।