কেরুজ ডিহি বাণিজ্যিক খামারে আগুন : দু শ্রমিক বহিষ্কার : আখের আগুন নিভলেও পেটে আগুন দু শ্রমিকের

নজরুল ইসলাম: উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে, এ প্রবাদ বাক্যটি সত্য বলে প্রমাণিত। শিল্পমন্ত্রী যখন কেরুজ চিনিকল পরিদর্শনে ব্যস্ত সময় কাটান। ঠিক সে সময় কেরুজ ডিহি বাণিজ্যিক খামারের নিজস্ব জমির আখ দাউ দাউ করে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনার দায় পড়লো দু শ্রমিকের ঘাড়ে। ফলে আখের আগুন নিভলেও পেটের আগুন জ্বলতে শুরু করেছে দু শ্রমিকের।

জানা গেছে, দর্শনা কেরুজ চিনিকল গত শনিবার দুপুরে পরিদর্শনে আসেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ঠিক সে সময়ে কেরুজ চিনিকলের ডিহি বাণিজ্যিক খামারের এ ও বি ব্লকে আগুন লাগে। একদিকে শিল্পমন্ত্রীর চিনিকল পরিদর্শন অন্যদিকে আখে আগুন ধরে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ৪ ঘণ্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততোক্ষণে ওই খামারের প্রায় ১৫০ বিঘা আখ ভস্মীভূত হয়। এ ঘটনায় গতকাল রোববার কেরুজ মহাব্যবস্থাপক কৃষি বিভাগের মোস্তফা কামালকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত টিম গঠন করেন। তদন্ত টিমের অন্য সদস্য হলেন- পার্সোনাল বিভাগের ব্যবস্থাপক ম্যানেজার মনোয়ার হোসেন ও হিসাববিভাগের সহকারী কর্মকর্তা সাইফুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তদন্ত কমিটি তদন্তে গিয়ে দায়িত্বে অবহেলার কারণে ওই ফার্মের দিনহাজিরা শ্রমিক ছাদেক আলী ও আব্দুর রহিমের কাজ বন্ধ করে দেয়। আজ সোমবার তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পেশ করবে। এদিকে ডিহি বাণিজ্যিক খামারের আগুন নিভলেও  পেটের আগুন জ্বলতে শুরু করেছে দিনহাজিরার দু শ্রমিকের। এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান বলেন, কে বা কারা শত্রুতামূলকভাবে অথবা বিড়ির আগুনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।