কেরুজ আড়িয়া বাণিজ্যিক খামারের ইনচার্জ ইলিয়াস হোসেন যখন ভক্ষক

স্টাফ রিপোর্টার: কেরুজ আড়িয়া বাণিজ্যিক খামারের ইনচার্জ ইলিয়াস হোসেনের বিরুদ্ধে চুরি করে গাছ বিক্রির অভিযোগ উঠেছে। দর্শনা চিনি কলের আওতায় কেরুজ কর্তৃপক্ষের রয়েছে ৯টি বাণিজ্যিক খামার। খামারের সম্পদ দেখভাল করার জন্য প্রতিটি বাণিজ্যিক খামারে রয়েছে একজন করে ফার্মইনচার্জ। আড়িয়া বাণিজ্যিক খামারের ইনচার্জ হিসেবে দায়িত্বে আছেন ইলিয়াস হোসেন। কেরুজ কর্তৃপক্ষ পরিত্যক্ত জমি চাষের আওতায় আনার জন্য আড়িয়া বাণিজ্যিক খামারের ই ও এফ ব্লকের ক্যানাল কেটে সমতল করছে। ওই সব ক্যানালে রয়েছে মূল্যবান শিশু ও মেহগনি গাছ। গতকাল মঙ্গলবার সুযোগ বুঝে আড়িয়া বাণিজ্যিক খামারের ইনচার্জ ইলিয়াস হোসেন বেশকিছু শিশু ও মেহগনি গাছ কেটে চুরি করে বিক্রি করে দেন তিতুদহ বাজারের কাঠ ব্যবসায়ী কারিমদ্দিনের কাছে। ফার্মের সম্পদ রক্ষা করার জন্য যাকে দায়িত্ব দেয়া হলো তিনিই কি-না সুযোগ বুঝে করলেন ভক্ষণ। বিষয়টি ক্ষতিয়ে দেখে ফার্ম ইনচার্জের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ এমনটায় প্রত্যাশা সচেতনমহলের।

এ বিষয়ে অভিযুক্ত ইলিয়াস হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি গাছ বিক্রির কথা অস্বীকার করে বলেন, ওই ক্যানাল থেকে ডুমুরগাছের মুতা তোলা হয়েছে এর বেশি আমি কিছু জানি না।