কেন্দ্রীয় যুবলীগের শোক

 

স্টাফ রিপোর্টার: জাপির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মেহেরপুর জেলা শাখার কর্মসূচি ৱ্যালিতে অংশগ্রহনের পর মুজিবনগর থানার বাগুয়ান ইউনিয়নের যুবলীগ কর্মীবাহী নসিমন এর সাথে পাবনাগামী পিকনিকের গাড়ির সাথে মুখোমুখি সংর্ঘষে স্পটে ৪ জন যুবলীগ কর্মী ও পরে হাসপাতালে নেয়ার পথে আরো দুই কর্মী নিহত হন। গুরতর আহত আরো ৫ জন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। যুবলীগ কর্মীদের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ, দফতর সম্পাদক কাজী আনিসুর রহমান, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মিজানুল ইসলাম মিজু নিহত ব্যক্তিদের প্রতি গভীর শোক জ্ঞাপন করে তাদের আত্মার মাগফেরাত কামনা এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনকে আহত যুবলীগ কর্মীদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।