কুড়ুলগাছি-কার্পাসডাঙ্গায় বর্ষাকালীন ক্ষিরা চাষে আগ্রহ বাড়ছে

 

কুড়লগাছি প্রতিনিধি: অল্প খরচে বেশি লাভ হওয়ায় কুড়ুলগাছি-কার্পাসডাঙ্গা কৃষকরা বর্ষাকালীন ক্ষিরা চাষে আগ্রহী হয়ে উঠছে। অপেক্ষাকৃত উঁচু জমিতে বর্ষার শুরুতে চারা লাগালে বর্ষার শেষ হয়ে শীত আসা পর্যন্ত ফলন পাওয়া যায়। এ সময়টাতে বাজারে প্রচুর সবজির চাহিদা থাকায় ক্ষেত থেকেই বিক্রি হয়ে যায় এই ক্ষিরা। দামুড়হুদা  উপজেলার কুড়ুলগাছি-কার্পাসডাঙ্গা ইউনিয়নে অস্থায়ী জাংলা দিয়ে অনেক কৃষক ক্ষিরা চাষ করেছেন। উঁচু জমি ছাড়াও অধিক লাভবান হওয়ায় আমন চাষ করা ক্ষেতেও মাটি উঁচু করে তারা ক্ষিরা আবাদ করছেন। প্রথম দিকে প্রতিমণ ক্ষিরা বিক্রি করেছেন ৮শ থেকে এক হাজার টাকা পর্যন্ত। তবে ধীরে ধীরে দাম বাড়বে সামনে রমজান মাস আসছে।

ধান্যঘরা গ্রামের কৃষক হামিদুল ইসলাম বাবুল প্রাথমিকভাবে ২০ শতক জমিতে ক্ষিরা চাষ করেছেন। এতে তার খরচ হয়েছে ১১ হাজার টাকা। তিনি জানান, এখন পর্যন্ত তার ক্ষেতের ক্ষিরা ২০ হাজার টাকায় বিক্রি করেছেন। আরো এক মাস ক্ষিরা তুললে ১৫-২০ হাজার টাকায় বিক্রি করতে পারবেন। সেই জমিতে আমন ধান চাষ করলে এতো টাকা লাভ হতো না বলে তিনি জানান।