কুড়ুলগাছির সবার পরিচিত মুখ অধ্যাপক মালেকের ইন্তেকাল

 

কুড়লগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছি গ্রামের মৃত খোদাবক্স বিশ্বাসের ছেলে আব্দুল মালেক আর নেই (ইন্নালিল্লাহে…রাজেউন)। তিনি গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর। তার নামাজে জানাজা বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কুড়ুলগাছি ঈদগা মাঠে সম্পন্ন হয়। মরহুমের জানাজায় দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দৈনিক আমার সংবাদের সম্পাদক হাশেম রেজা, কুড়ুলগাছি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ওসমান গনি,  শিক্ষক হারুনার রশিদ, ডা. রফিকুল ইসলাম, মিজানুর রহমান, মেম্বার কাদির, মন্টু, সাবেক কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান সরফরাজ উদ্দীন, সিরাজ মাস্টারসহ বিভিন্ন রাজনৈতিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও গ্রামের সর্বসাধারণ মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা শেষে কুড়ুলগাছি কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর, কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ এনামুল করিম ইনু। আব্দুল মালেক ঝালুকাটি সৈয়দ শহীদ রেজা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক  হিসেবে কর্মরত ছিলেন । মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়েসহবহু গুণগ্রাহী রেখে গেছেন।