কুড়ুলগাছির ডিশব্যবসায়ী রহিমের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছির ডিশব্যবসায়ী রহিমের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে। গ্রাহক সাধারণ রহিমের সেচ্ছাচারিতায় অতিষ্ঠ হয়ে তার ডিশব্যবসা বন্ধের জন্য গণস্বাক্ষর করেছে। প্রায় দু মাস যাবত ডিশলাইন বন্ধ রেখে গ্রাহক হয়রানির কারণে গত বৃহস্পতিবার উপজেলার সদাবরি গ্রামের প্রায় শতাধিক গ্রাহক রহিমের বিরুদ্দে ওই গণস্বাক্ষর করেন। এ বিষয়ে সদাবরি গ্রামের বেশকয়েকজন ডিশগ্রাহক বলেন, ডিশব্যবসায়ী রহিমের সেচ্ছাচারিতায় আমরা অতিষ্ঠ। ঠিকমতো কোনো চ্যানেলেই ছবি দেখা যায় না। তাকে ফোন দিলে সে ফোনও ধরে না। সে বলে, আমার লাইন আমি যেমন খুশি চালাবো। তার খেয়ালিপনায় আমরা ক্রিকেট বিশ্বকাপ খেলা পর্যন্ত দেখতে পারেনি। এ বিষয়ে অভিযুক্ত ডিশব্যবসায়ী রহিম বলেন, গ্রাহকরা যতোখানি বলছেন সমস্যা ততোখানি না। এ বিষয়ে দামুড়হুদা কন্ট্রোলরুমে যোগাযোগ করা হলে ডিশব্যবসায়ী জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই অভিযোগ আমরা পেয়েছি। তাকে ফোন দিলেও সে ঠিকমতো ফোন ধরে না। তারপরও যেহেতু অভিযোগ উঠেছে আমি দু একদিনের মধ্যেই সমস্যা সমাধান করবো।