কুড়িগ্রামে গুলিবিদ্ধ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে গুলিবিদ্ধ এক গরু ব্যবসায়ীকে টেনে-হেঁচড়ে ভারত সীমান্তের ভেতরে নিয়ে গেছে সীমান্তরক্ষীবাহিনী বিএসএফ। উপজেলার খলিশা কোটাল সীমান্তে এ ঘটনা ঘটে। সীমান্তবাসী ও বিজিবি সূত্র জানিয়েছে, গতকাল শনিবার ভোররাতে উপজেলার খলিশা কোটাল সীমান্তের ৯৩৪ নং পিলারের পাশে কাঁটাতার বিহীন ফাঁকা জায়গা দিয়ে ভারত বাংলাদেশের একটি যৌথ গরুব্যবসায়ী দল গরু নিয়ে সীমান্ত পাড় হওয়ার চেষ্টা করলে ভারতীয় বসকোটাল ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এ সময় বাংলাদেশি পশ্চিম বালাটারী গ্রামের ঈসমাইল হোসেনের ছেলে গরুব্যবসায়ী মুকুল মিয়া (২৫) পিঠে গুলিবিদ্ধ হয়ে নোম্যান্সল্যান্ডেই পড়ে যান। পরে বিএসএফ তাকে মারতে মারতে টেনেহেচঁড়ে ভারতের ভেতরে নিয়ে যায় বলে আহত ব্যবসায়ীর স্বজন উপজেলার গজের কুটি গ্রামের ইব্রাহিম আলী জানান।