কুষ্টিয়া ইবির গাংদী গ্রামে অ্যানার্জি ড্রিংকস পানে কৃষকের রহস্যজনক মৃত্যু

জামজামি প্রতিনিধি: কুষ্টিয়া ইবির গাংদী গ্রামে অ্যানার্জি ড্রিংকস পানে কৃষক ইসরাফ আলীর (৫০) রহস্যজনক মৃত্যু হয়েছে। গতপরশু বেলা ১১টার দিকে গ্রামের মুদি দোকানি মতুর দোকান থেকে কোমল পানীয় টাইগার পান করে সে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে আলমডাঙ্গার জনৈক চিকিৎসকের কাছে পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ মৃত্যু নিয়ে নানামুখি গুঞ্জন ছড়াতে থাকে। লাখ টাকার বিনিময়ে গোপনে দু পক্ষের আপস রফা হলে দ্রুত লাশ নিয়ে হাসপাতাল ছাড়ে তারা। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ বাধে সাধে। দোকানি মতু ওই সময় লাপাত্তা হয়ে যায়। গতকাল বুধবার দুপুরে লাশের ময়নাতদন্ত শেষে গ্রামে দাফন করা হয়।

জানা গেছে, কুষ্টিয়া ইবি থানাধীন গোস্বামীদুর্গাপুর ইউনিয়নের গাংদী গ্রামের মৃত গারিশ মণ্ডলের ছেলে কৃষক ইসরাফ আলী (৫০)। গতপরশু বেলা ১১টার দিকে স্ত্রী রুশিয়া তার স্বামী কৃষক ইসরাফকে দোকান থেকে কিনে আনা কোমল পানীয় টাইগার খেতে দেন। এক ঢোক পান করেই জ্বলে গেলো পুড়ে গেলো আমাকে কি খাওয়ালি বলে অসুস্থ হয়ে পড়ে কৃষক। পরিবার বলেছে, অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার উদ্দেশে নেয়া হয় আলমডাঙ্গার জনৈক চিকিৎসক শহিদুল ইসলামের চেম্বারে। প্রশ্ন করা হয় মুমূর্ষু রোগীকে হাসপাতালে না নিয়ে নির্দিষ্ট একজনের কাছে কেন প্রতি উত্তরে বলা হয়েছে বিষ খাওয়া রোগীর চিকিৎসায় সে ভালো। অথচ চিকিৎসার এক পর্যায়ে কৃষক ইসরাফ আলীর অবস্থা আরো বেগতিক হলে তাকে ওইদিনই কুষ্টিয়া জেনারেল হাসপাতালের নেয়া হয়। সন্ধ্যায় জরুরি বিভাগে নিয়ে ভর্তির সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।