কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ আদালতে দু প্রতিষ্ঠানকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় অভিযান চালিয়ে গ্যাস সিলিন্ডারের দাম অতিরিক্ত নেয়ার অভিযোগে দু প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল বুধবার সকালে শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালায় অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা।
ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা যায়, গ্যাসের অতিরিক্ত মুল্য নেয়ার অভিযোগে এবং মূল্য তালিকা না থাকায় শহরের কবি আজিজুর রহমান সড়কের মরিয়ম এন্টার প্রাইজের মালিক হাবিবুর রহমানকে ৫ হাজার টাকা ও মা এন্টারপ্রাইজের মালিক তুহিনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আলিফ আখলাখ এন্টার প্রাইজ, আতিয়ার এন্টার প্রাইজ, দীপক এজেন্সী, মেসার্স তমা এন্টার প্রাইজ এসব প্রতিষ্ঠানকে গ্যাসের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে এবং দাম কমানোর জন্য সতর্ক করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের সিনিয়র সহসভাপতি ও বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোকাররম হোসেন মোয়াজ্জেম প্রমুখ।