কুষ্টিয়ায় বন্যা দুর্গত এলাকায় ইউএনও’র সেলফি কাণ্ড!

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে যখন ৬০ হাজার মানুষ পানি বন্দি। ঠিক তখনই উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন ছুটিতে। ছুটি থেকে ফিরে শনিবার বন্যা কবলিত এলাকায় গিয়ে করলে এক অবাক কাণ্ড। মানুষের দুর্ভোগ দেখতে গিয়ে তিনি ব্যস্ত হলেন নিজের সেলফি তোলায়। শুধু সেলফি তুলেই শেষ নয়। আবার ফেসবুকে তিনি তার নিজের সেলফি ইউএনও অফিসিয়াল পেজে পোস্ট দিয়েছেন। গত শনিবার রাতে দৌলতপুর উপজেলা কুষ্টিয়ার অফিসিয়াল ফেসবুক পাতায় চারটি ছবি পোস্ট করা হয়। তাতে লেখা আছে ২৭ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার মো. তৌফিকুর রহমান দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের বন্যা পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করেন। এর মধ্যে একটি ছবিতে ইউএনও নৌকার ভেতর চেয়ারে অন্যদের সাথে বসে আছেন। অন্য তিনটি ছবিতে তিনি নিজেই সেলফি তুলছেন।

এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও তৌফিকুর রহমান জানান, গত শনিবার বিকেলে রামকৃষ্ণপুর ইউনিয়নে পরিদর্শনে গিয়েছিলাম। গ্রামে ছড়িয়ে ছিটিয়ে বাড়ি-ঘর রয়েছে। এ কারণে বানভাসী মানুষের সাথে কথা বলা সম্ভব হয়নি। তাই অফিসিয়াল পেজে নৌকায় করে ঘুরছি সেই ছবি তুলে দিয়েছি।