কুষ্টিয়ায় পুলিশের অভিযানে ৬২ জন গ্রেফতার

 

কুষ্টিয়া প্রতিনিধি: সাঁড়াশি অভিযানের ৩য় দিনে কুষ্টিয়ায় পুলিশের যৌথ অভিযানে এক জেএমবি সদস্য, ১৭ জামায়াত-শিবির নেতা কর্মীসহ মোট ৬২ জন গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার সকালে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম জানান, গত শনিবার রাতভর জেলার ৭টি থানা এলাকায় এ যৌথ অভিযানে কুষ্টিয়া দৌলতপুর থানায় হাবিবুর রহমান নামের এক জেএমবি সদস্য, ৪ জামায়াতকর্মীসহ ১২ জনকে গ্রেফতার করা হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকায় অভিযান চালিয়ে মনোহরদিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আমিরুল ইসলামসহ ৬ জনকে গ্রেফতার করে অভিযানকারী টিম। এছাড়া কুষ্টিয়া মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে পৌরসভার ২০ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ইফতেখার হাসানসহ ১১ জন, মিরপুর থানায় ৩ জামায়াতকর্মীসহ ৮ জন, ভেড়ামারা থানায় বিভিন্ন মামলায় ৬ জন, কুমারখালী থানায় ৪ জামায়াত-শিবির কর্মীসহ ১০ জন, খোকসা থানায় ২ জামায়াত কর্মীসহ ৬ জন ও কুষ্টিয়া গোয়েন্দা পুলিশ ২ জামায়াত-শিবির কর্মীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, নাশকতা সৃষ্টির অপচেষ্টা রোধে এবং ঈদকে নির্বিঘ্ন করতে এই যৌথ অভিযান অব্যাহত রয়েছে।