কুষ্টিয়ায় দুই কাউন্সিলর সমর্থকদের সংঘর্ষ : আহত-২

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া পৌরসভায় দুই কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুইজন আহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে পৌসভার ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মহিদুল ইসলাম ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলামের নেতৃত্বে সমর্থক দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পৌরসভার মাসিক মিটিংচলাকালীন সময়ে কাউন্সিলর রবিউল ও মহিদুলের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে মিটিং শেষে পৌরসভার মধ্যে মহিদুলের সর্মথকরা রবিউলের ওপর হামলা চালায়। পরে পৌরসভার স্টাফ ও রবিউলের সর্মথকরা এক হয়ে মহিদুল বাহিনীকে ধাওয়া করে। শুরু হয় সংর্ঘষ। এ সময় পৌরসভার গাড়ি চালক শহিদুল ইসলাম (৫৫) এবং নিরাপত্তাকর্মী আরিফ হোসেন (৪২) নামের  দুইজন গুরুতর আহত হয়। পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ বিষয়ে মেয়র আনোয়ার আলী বলেন, কাউন্সিরদের মাসিক মিটিং চলাকালীন উদ্ভুত উত্তপ্ত পরিস্থিতে যা কিছুই ঘটুক না কেনো তার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কুষ্টিয়া মডেল থানার (ওসি) তদন্ত রবিউল ইসলাম জানান, বিষয়টির জন্য উভয়পক্ষকে ডেকে নিরসনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।