কুষ্টিয়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতনিধি: কুষ্টিয়ার মিরপুরে প্রতিবন্ধীদের বিনামূল্যে দিনব্যাপী চক্ষু সেবা দেয়া হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা আমলা ইউনিয়ন পরিষদে এ চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধন করা হয়। উপজেলার জনসেবা সংস্থা ও ঢাকার ডিজঅ্যাবন্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোয়েশনের (ডিআরআরএ) উদ্যোগে ডিআরআরএ’র সহযোগিতায় দিনব্যাপী এ চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আমলা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথার সভাপতিত্বে বক্তব্য রাখেন আগা ইউসুফ চক্ষু হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও আইওএল সার্জন ডা. মো. মাহফুজুল হক, ডিআরআরএ’র সিনিয়র পিজিওথেরাপিস ডা. দেবাশীষ দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নূরুল ইসলাম নান্নু, জনসেবা সংস্থার নির্বাহী পরিচালক আতিয়ার রহমান, মিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাঞ্চন কুমার প্রমুখ। দিনব্যাপী বিনামূল্যে এ চক্ষু ক্যাম্পে প্রায় ১৫০-২০০ জন প্রতিবন্ধী ও শিক্ষার্থীসহ চক্ষু রোগীদের সেবা দেয়া হয় বলে জানা গেছে।