কুষ্টিয়ায় একুশে বই মেলার উদ্বোধন

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে একুশে বই মেলার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা চত্বরে প্রধান অতিথি হিসেবে একুশে বই মেলার উদ্বোধন করেন মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন। আলো সংস্থা ও অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় দুইদিনব্যাপী অবহেলিত ক্ষদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সৌজন্য এই বই মেলার আয়োজন করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে কামারুল আরেফিন বলেন, বই মনের দরজা খুলে দেয়, কুসংস্কার থেকে মুক্ত করে, জ্ঞানের ভা-ার সমৃদ্ধ করে। তিনি শিক্ষার্থী, শিক্ষক, বন্ধু বান্ধব, আত্মীয়স্বজন সকলকে বই পড়তে ও কিনতে আগ্রহ সৃষ্টি করার ওপর গুরুত্বারোপ করে বলেন, বই কিনে কেউ দেউলিয়া হয় না। বই এর মাধ্যমে অজানাকে জানা যায়, চিন্তার দরজা খুলে যায়, দুঃশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়, বই পড়ে একজন পূর্ণাঙ্গ মানুষে পরিণত হওয়া সম্ভব। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবর্না রানী সাহা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস ওয়াহেদ জোয়ার্দ্দার, আলো সংস্থার নির্বাহী পরিচালক ফিরোজ আহম্মেদ, আলো সংস্থার সভাপতি আধ্যাপক আনোয়ার হোসেন প্রমুখ। পরে আমন্ত্রিত অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন। উদ্বোধন শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে বিকেল ৩টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।