কুষ্টিয়ার মিরপুর পৌরসভার বাজেট ঘোষণা

 

মিরপুর প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ২০১৬-২০১৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার সকাল ১১টায় অনাড়ম্বর অনুষ্ঠানে পৌর মিলনায়তনে বাজেট ঘোষণা করা হয়। অনুষ্ঠানে পৌর মেয়র হাজি এনামুল হকের সভাপতিত্বে পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম ১৩ কোটি ৩০ লাখ ৬৯ হাজার ২৭৩ টাকার বাজেট উপস্থাপন করেন। বাজেটের ওপর সংশোধনী বক্তব্য রাখেন, পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন, ১ নং ওয়ার্ড কাউন্সিলর খোয়াব আলী ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল গণি সান্টু। এ সময় উপস্থিত ছিলেন, ২ নং ওয়ার্ড কাউন্সিলর রিপন আলী, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আতিয়ার রহমান, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন টোকন, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিনারা খাতুন, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হালিমা খাতুন, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর লাকি খাতুন প্রমুখ।

বাজেটে উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ১৩ কোটি ৩০ লাখ ৬৯ হাজার ২৭৩ টাকা। ব্যয়ও ধরা হয়েছে সমপরিমাণ। বাজেটে ট্যাক্স, রেইট, ফিস ও অন্যান্য রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২ কোটি ৪৬ লাখ ৯৭ হাজার ৩৭৬ টাকা, রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৫৫ লাখ ২৪ হাজার টাকা। উন্নয়ন হিসেবে সরকারি অনুদান এবং অন্যান্য অনুদান, উপজেলা শহর উন্নয়ন প্রকল্প, গুরুত্বপুর্ণ শহর উন্নয়ন প্রকল্প, অডিটরিয়াম নির্মাণ, জলবায়ু পরিবর্তন ফান্ড (ড্রেন/রিটেনিং ওয়াল, খাল খনন, পানি সরবরাহ প্রকল্প/সোলার প্যানেল) খাতে আয় ধরা হয়েছে ১০ কোটি ৭৫ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ব্যয়ও ধরা হয়েছে সমপরিমাণ টাকা। এছাড়াও পৌরসভার জলাবদ্ধতা, মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি, প্রতিবন্ধীদের পুনর্বাসন, খেলাধুলা ও দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।