কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমাণ আদালতে দু যুবকের কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমাণ আদালত পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে নারী উত্ত্যক্তকারী ও  মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড প্রদান করেছে।

গতাকাল শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পৌরসভার নওপাড়া ৮নং ওয়ার্ডে অভিযান চালিয়ে এক গৃহবধূকে উত্ত্যক্ত করার সময় আব্দুল মতিন বিশ্বাস দিপন নামে এক যুবককে (৩৫) আটক করে পুলিশ। দিপন মৃত আব্দুল মান্নান ওরফে পল্টু বিশ্বাসের ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান দণ্ডবিধির ৫০৯ ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অন্যদিকে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পোড়াদহ ইউনিয়নের গ্রাম পোড়াদহ গোরস্তানের নিকট অভিযান চালিয়ে ওই গ্রামের শহিদ আলীর ছেলে মাদক ব্যবসায়ী ইমরান আলীকে (২২) পাঁচশ  গ্রাম গাঁজাসহ আটক করে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০ সালের ১৯ (১) টেবিলের ৭(ক) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।