কুষ্টিয়ার ভেড়ামারায় জাসদের দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়সভায় তথ্যমন্ত্রী : গুপ্তহত্যাকারী জঙ্গিদের কোনো ছাড় দেয়া হবে না

 

কুষ্টিয়া প্রতিনিধি: আগুন সন্ত্রাসি ও গুপ্তহত্যাকারীরা নির্বিচারে নিরীহ সাধারণ মানুষকে হত্যা করেছে। তাই গুপ্তহত্যাকারী জঙ্গিদের কোনো ছাড় দেয়া হবে না। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারার নিজ বাসভবনে জাসদের দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ‘সম্প্রতি দেশে গুপ্ত হামলা নিয়ে’ বলেন সরকার জননিরাপত্তা নিশ্চিত করতে শত্রু মোকাবলায় কোনো ভুল ত্রুটি করলে তা সংশোধন করা তিনি বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু হয়েছে তা মোকাবিলায় সরকার বদ্ধ পরিকর। সরকার জনগণের জননিরাপত্তা ও শান্তি রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমা এতে সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রিনা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ আব্দুল আলিম স্বপন, জেলা মৎস্য অফিসার শেখ শফিকুর রহমান, উপজেলা চেয়ারম্যান অ্যাড. তৌহিদুল ইসলাম আলম, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, সহকারী পুলিশ সুপার কামরুল হাসান, জেলা জাসদের সভাপতি মাহাসিন রেজা, উপজেলা সভাপতি ইমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এসএম আনছার আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম সরওয়ার ও আসমান আলী প্রমুখ বক্তব্য রাখেন।