কুষ্টিয়ার খোকসায় এসএসসি পরীক্ষার খাতা ছিনতাইয়ের পর উদ্ধার

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় এসএসসি পরীক্ষার খাতা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে খাতা উদ্ধার করা করেছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার যশোর শিক্ষা বোর্ড থেকে মূল্যায়নের জন্য এসএসসি পরীক্ষার শরীর চর্চা বিষয়ের ২৫০টি খাতা নিয়ে বাড়ি ফিরছিলেন আমবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের আব্দুল হান্নান। রাতে ভ্যান যোগে বাড়ি ফেরার সময় একই গ্রামের আলতাপ খানের ছেলে অনিফ (২২) পূর্ব শত্রুতার জের ধরে আক্রমণ করে খাতা ছিনিয়ে নেয়। রাতেই থানায় হাজির হয়ে খাতা ছিনতাইয়ের অভিযোগ করে শিক্ষক আব্দুল হান্নান।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সেলিনা বানু এবং অফিসার ইনচার্জ খোকসা নাজমুল হুদা আমবাড়িয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শিক্ষক আব্দুল হান্নানের বাড়ির পাশ থেকে খাতা উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের জানান।