কুমারীর ভ্যানচালকের প্রেমের টানে যশোর ঝিকরগাছার প্রবাসীর স্ত্রী ঘর ছাড়া

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার কুমারী গ্রামের ভ্যানচালকের প্রেমের টানে যশোর ঝিকরগাছার প্রবাসীর স্ত্রী সব ছেড়ে চলে এলেও প্রেমিকের সাথে শান্তিতে সংসার করতে পারলো না। গতকাল গ্রামে এক সালিস বৈঠকে প্রেমিকা বধূকে অভিভাবকের হাতে তুলে দেয়া হয়েছে।

                জানা গেছে, আলমডাঙ্গার কুমারী গ্রামের হতদরিদ্র মুনসুর আলীর ছেলে রতন (২৫) ভ্যানচালক। বিবাহিত রতনের ৫ বছরের ১টি কন্যা সন্তানও রয়েছে। প্রায় ২ বছর আগে মোবাইলফোনে মিসকলের বেনিফিটে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে যশোর ঝিকরগাছার দিকদাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী শাহজাহানের স্ত্রী এক সন্তানের জননী ফাতেমা খাতুনের সাথে। এক পর্যায়ে ফাতেমা খাতুন প্রায় দেড় মাস আগে প্রথম বারের মতো ভ্যানচালক প্রেমিক রতনের কাছে চলে আসে। সে সময় তারা কুষ্টিয়ায় গিয়ে বিয়ে করে। এ ঘটনার দেড় মাস পরে প্রায় ৫/৬ দিন আগে ফাতেমা খাতুন এবার প্রেমিকের সাথে সংসার করার জন্য একবারে চলে আসে। ৫/৬ দিন ধরে তারা এক সাথে বসবাসও করেছেন। এরই মাঝে ফাতেমার অভিভাবকরা তার অবস্থান জেনে যায়। গতকাল ফাতেমার বাবা-মা কুমারী গ্রামে উপস্থিত হলে গ্রামে সালিস বৈঠকের মাধ্যমে ফাতেমাকে তার বাবার হাতে তুলে দেয়া হয়। তবে গ্রামে গুঞ্জন ছড়িয়েছে ফাতেমা খাতুনের প্রবাসী স্বামীর নিকট থেকে মোটা অঙ্কের নগদ নারায়ণ নিয়েই সালিসকারী ফাতেমাকে জোরপূর্বক তার বাবার হাতে তুলে দিয়েছে।