কাশেম পাগলের জমি জবরদখল

জীবননগর গয়েশপুর সীমান্তে মুক্তিযোদ্ধা

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার পরিচিত মুখ গয়েশপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ওরফে কাশেম পাগলের জমি জবরদখল করা হয়েছে। গতকাল সোমবার একই গ্রামের নাসির উদ্দিন বীর মুক্তিযোদ্ধা কাশেমের পুকুর পাড়ের জমির মধ্যে প্রায় ১০ কাঠা জমি জবরদখল করে বেড়া দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। পরিবারের পক্ষ হতে জবর খলকারী নাসির উদ্দিনে কবল থেকে জমি উদ্ধারের দাবি জানানো হয়েছে।
দীর্ঘদিন ধরে জীবননগর শহরের বিভিন্ন স্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ দিয়ে গয়েশপুর গ্রামের মৃত রসুল বক্সের ছেলে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম এলাকার মানুষের নিকট বীর মুক্তিযোদ্ধা কাশেম পাগল নামে পরিচিতি লাভ করেন। জীবননগরে থেকে বঙ্গবন্ধুর ভাষণ দিতে গিয়ে সে একে একে তার জমি বিক্রি করে প্রায় নিঃস্ব অবস্থা। এ অবস্থায় গত কয়েক বছর সে তার বাড়িতে ফিরে যায়। গয়েশপুর গ্রামের ভারতীয় সীমান্তে তার একটি বৃহৎ পুকুর রয়েছে। এ পুকুর পাড়েই পরিবার নিয়ে তার বসবাস। সম্প্রতি এ পুকুর পাড়ে অবস্থিত অন্যের প্রায় ৩ বিঘা জমি কিনেছেন একই গ্রামের মৃত মস্তবারী মাস্টারের ছেলে নাসির উদ্দিন। জমি কেনার পর গতকাল তিনি মুক্তিযোদ্ধা আবুল কাশেমের জমির মধ্যে প্রায় ১০ কাঠা জমি জবরদখল করে বেড়া দিয়েছেন বলে তার বড় ছেলে আব্দুল কাদের অভিযোগ করেছেন। আব্দুল কাদের জানিয়েছেন, পিতার মস্তিস্ক বিকৃতির কারণে তারা চরম অসহায়ভাবে জীবনযাপন করছেন। এ অবস্থায় নাসির উদ্দিন তাদের জমি জবরদখল করায় তারা দিশেহারা হয়ে পড়েছেন। জবরদখল কৃত জমি অবিলম্বে ফেরত পেতে তিনি প্রশাসনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা কামনা করেছেন।