কার্পাসডাঙ্গা বালিকা বিদ্যালয়ে ত্রিশ বছরেও নির্মাণ হয়নি সীমানা পাঁচিল

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা কার্পাসডাঙ্গার বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার ত্রিশ বছর পেরিয়ে গেলেও আজও নির্মাণ করা হয়নি সীমানা পাঁচিল। ফলে ছাত্রীদের নিরাপত্তা বিঘ্নিতসহ ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ১৯৮৪ সালে এলাকার শিক্ষানুরাগীদের অর্থায়ন ও ব্যবস্থাপনায় প্রতিষ্ঠিত হয় কার্পাসডাঙ্গা বালিকা বিদ্যালয়। বর্তমানে স্কুলটিতে চার শতাধিক ছাত্রী অধ্যয়নরত। এখানে শিক্ষক-শিক্ষিকার সংখ্যা ১২ জন। দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার গ্রহণ করেছে ব্যাপক কর্মসূচি। অথচ দীর্ঘ ৩০ বছরেও কার্পাসডাঙ্গা বালিকা বিদ্যালয়ের সীমানা পাঁচিল নির্মিত না হওয়ায় অভিভাবকমহল ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতসহ শিক্ষা প্রতিষ্ঠানের সীমানা পাঁচিল নির্মাণ করা অতীব জরুরি বলে মনে করছে সচেতনমহল। বিষয়টির প্রতি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সুনজর দেবেন বলে জোর দাবি তুলেছে এলাকাবাসী।