কার্পাসডাঙ্গা পল্লী বিদ্যুত অফিসের ইনচার্জ হারুনের বিরুদ্ধে নানা অভিযোগ

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা পল্লী বিদ্যুত অফিসের ইনচার্জ হারুনের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই । গ্রাহক হয়রানি থেকে শুরু করে টাকার বিনিময়ে নিয়ম নীতি ছাড়াই মিটার স্থাপন করায় তার বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী । অভিযোগ রয়েছে, কার্পাসডাঙ্গা পল্লী বিদ্যুত অফিসের ইনচার্জ হারুনের কাছে অনেক গ্রাহক মিটার পাওয়ার জন্য টাকা দিলেও বছরের পর বছর ঘুরেও কোনো ফল পাননি গ্রাহকরা । এদিকে হারুন উৎকোচের বিনিময়ে মিটার লাগিয়ে অনিয়ম করছেন । ভুক্তভোগীরা হারুনের কাছে জানতে চান, এতো তাড়াতাড়ি কীভাবে এসব গ্রাহকদের মিটার স্থাপন করা হলো? জবাবে তিনি বলেন ওপর মহল থেকে সুপারিশ আসার কারণে তা করা হয়েছে। এব্যাপারে কার্পাসডাঙ্গার সুবাস মণ্ডল, বাবু ঘরামী, ইসু মণ্ডল, প্রাণতোষ মণ্ডল, বুলবুল, গোলাম রসুল, আসিস মণ্ডল, মাইকেল মণ্ডলসহ অসংখ্য ব্যক্তি হারুনের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন প্রায় এক বছর আগে মিটারের জন্য টাকা জমা দিলেও তিনি আজ নয় কাল করে করে টালবাহানা করছেন । মিটারের জন্য হারুনের কাছে গেলে আমরা সংখ্যালঘু বলে আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেন। এলাকাবাসী অভিযোগ করে বলেছেন, বিশেষ ইশারার বলে দীর্ঘদিন কার্পাসডাঙ্গা অফিসে কর্মরত থাকায় হারুন দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। বিষয়টি খতিয়ে দেখে মেহেরপুর পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হারুনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে ভুক্তভোগীদের দাবি।