কার্পাসডাঙ্গা ও কুড়ুলগাছি ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ১০ জন

 

শরিফ রতন: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ও কুড়ুলগাছি ইউপি নির্বাচনে কে পাবেন আ.লীগের দলীয় মনোনয়ন তা নিয়ে চলছে ভোটারদেরে মাঝে চলছে আলোচনা। কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ৫ জন ও কুড়ুলগাছিতে ৫ জন। কার্পাসডাঙ্গা ইউপি নির্বাচনে যারা মনোনয়ন প্রত্যাশী তারা হলেন- উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টু, উপজেলা আ.লীগের সহসভাপতি শহিদুল হক, ১ নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা শওকত আলী, ৯ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আব্দুল করিম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ নেতা সাজেদুল বিশ্বাস মিঠু। কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ৫ জন তারা হলেন- দামুড়হুদা উপজেলা আ.লীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার, আ.লীগ নেতা বিশিষ্ট শাহ মো. এনামুল করিম ইনু, ১ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি কামাল মেম্বার, দর্শনা গার্লস হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক হাশেম রেজা হাশমত ও আ.লীগ নেতা ফারুক। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগ নেতৃবৃন্দের সমন্বয়ে ১ জন করে প্রার্থীর নাম দেয়ার কথা থাকলেও কার্পাসডাঙ্গা ও কুড়ুলগাছি ইউনিয়নে নেতৃবৃন্দ তা দিতে ব্যর্থ হয় প্রার্থীরা নিজেরা কোনো সমন্বয় না থাকায়। কিছু প্রার্থী করায় গোপন ভোটের পক্ষে রায় দিলেও সেটা শেষ পর্যন্ত হয়নি আ.লীগের হাইকমান্ডের নির্দেশ না থাকায়। তবে শেষ পর্যন্ত দুটি ইউনিয়নে আ.লীগের কে দলীয় মনোনয়ন পাবেন তা নিয়ে চলছে নেতাকর্মীদের মাঝে চলছে আলোচনা। দু ইউনিয়নের নেতাকর্মীরা মনে করছেন এবারের নির্বাচনে মাঠে যারা বেশি জনপ্রিয় তারাই দলীয় মনোনয়ন পাবেন আর যদি তা না হয় তাহলে গত নির্বচনের মতো এবারো হেরে যাবে। তাই দু ইউনিয়নবাসী তাকিয়ে আছে কারা পাবেন সোনার হরিণ নামের দলীয় মনোনয়ন।