কার্পাসডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী করিমের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিমের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। আগামী ২৮ মে কার্পাসডাঙ্গা ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারণা। এ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শিবনগর গ্রামের আব্দুল করিম আনারস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অভিযোগ উঠেছে আব্দুল করিম ভোটারদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করছেন এবং ভোটারদেরকে লোভ লালসা দেখিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। এমনকি টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এলাকায় ভয় দেখিয়ে বহিরাগত লোকজন নিয়ে এসে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছেন বলে অভিযোগ উঠেছে। এভাবে চলতে থাকলে সুষ্ঠু নির্বাচন হবে কি-না তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।