কার্পাসডাঙ্গায় ক্যাথলিক গীর্জায় ডাকাতি ও লুটপাটের ঘটনায় জেলা প্রশাসক সায়মা ইউনুসের ঘটনাস্থল পরিদর্শন

কার্পাসডাঙ্গা/ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় খ্রিস্টানদের ক্যাথলিক গীর্জায় হামলা ও লুটপাটের ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসক সায়মা ইউনুস ক্যাথলিক গীর্জা পরিদর্শন করেন। প্রতিনিধি দল দুর্বৃত্তদের হামলায় আহত নৈশপ্রহরীসহ ক্যাথলিকের তিন সিস্টার ও ফাদার (ধর্মযাজক) অরুণ হালসোনার সাথে কথা বলেন এবং হামলা ও লুটপাটের স্থান ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আঞ্জুমান আরা, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুল করিম।
জেলা প্রশাসক জানান, কার্পাসডাঙ্গা ক্যাথলিকে দুর্বৃত্তদের হামলা ও লুটপাটের ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং তিনি বলেন এর সাথে যতো শক্তিশালী ব্যক্তি জড়িত থাকুক না কেন এরা রেহাই পাবে না স্থানীয় প্রশাসনকে কড়া নির্দেশ দেন। প্রসঙ্গত, গত রোববার ভোররাতে কার্পাসডাঙ্গায় খ্রিস্টানদের ক্যাথলিক গীর্জায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় গীর্জার এক নৈশপ্রহরীসহ গীর্জার তিন সিস্টারকে পিটিয়ে গুরুতরভাবে আহত হয়। লুট করা হয় নগদ টাকাসহ প্রায় ৭ লাখ টাকার স্বর্ণলাঙ্কার ও ধর্মযাজকের একটি দুনালা এয়ারগান। এ ঘটনায় রাতেই দামুড়হুদা মডেল থানায় অজ্ঞাতনামা ১৫/১৬ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে এবং তিনি মামলার বিষয়ে খোঁজ খবর নেন।