কার্পাসডাঙ্গায় অবৈধ যানবাহন রাস্তায় পার্কিংয়ে যানজটের সৃষ্টি

কুড়লগাছি প্রতিনিধি: কার্পাসডাঙ্গা বাজার, ব্রিজ এবং কার্পাসডাঙ্গার কবরস্থান এলাকায় ইঞ্জিনচালিত নছিমন-করিমন পার্কিং বন্ধ ও অবৈধ স্থাপনা উচ্ছেদসহ যানজট নিরসনের দাবি জানিয়েছেন কার্পাসডাঙ্গাসহ এলাকার সচেতন মহল।  জানা গেছে, কার্পাসডাঙ্গা বাজারে বাসস্ট্যান্ড ও করিমনম স্ট্যান্ড না থাকায় প্রধান সড়কের ওপরে গাড়ি পার্কিং করায় বাজারে সার্বক্ষণিক যানজট লেগেই থাকে। এছাড়া অবৈধ নছিমন-করিমন, ইজিবাইক ও ব্যাটারিচালিত ভ্যান প্রধান সড়কের ওপর দিয়ে অবাধে চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। অনুরূপভাবে কার্পাসডাঙ্গা কাউন্সিল মোড় ও বাজারের ব্রিজের দু পাশে একদিকে অবাধে গড়ে উঠেছে অবৈধ দোকান অপরদিকে অবৈধ ইঞ্জিনচালিত নছিমন-করিমন, ব্যাটারিচালিত ভ্যান ও মোটরসাইকেল অবাধে চলাচলসহ সড়কের অর্ধেক জায়গা জুড়ে স্ট্যান্ড হিসেবে ব্যবহার করছে। ফলে যাতায়াতে বাস ও অন্যান্য যানবাহনসহ পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হয়। ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।