কার্পাসডাঙ্গার ৬ প্রতিবন্ধীর পরিচয়পত্র কার্ড থাকলেও মেলেনি প্রতিবন্ধী ভাতা

 

হাসেম রেজা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার ৬ প্রতিবন্ধীর সরকারের সমাজসেবা অধিদফতর, সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রতিবন্ধী ব্যক্তির পরিচয়পত্র থাকলেও মেলেনি প্রতিবন্ধী ভাতা কার্ড।

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের পুটিবালা মণ্ডল দৃষ্টি প্রতিবন্ধী, নায়েব আলী শারীরিক প্রতিবন্ধী, গাবু মণ্ডল শারীরিক প্রতিবন্ধিতা, খাব্বার হোসেন, মোনতাজ আলী কার্পাসডাঙ্গা ভূমিহীনপাড়ার কদবানু খাতুন শারীরিক প্রতিবন্ধী। তবে তারা আজও প্রতিবন্ধী ভাতা না পাওয়ায় অসহায় অবস্থায় দিনযাপন করছে। মেম্বার-চেয়ারম্যানসহ বিভিন্ন নেতাদের কাছে বারবার ধরনা দিয়েও ভাগ্য জোটেনি প্রতিবন্ধী ভাতা কার্ড। তাদের প্রতিবন্ধী ভাতা কার্ডের ব্যবস্থা করতে কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট, উপজেলা সমাজসেবা অফিসার, জেলা সমাজসেবা অফিসারসহ সংশিষ্ট কর্তৃপক্ষের আশু সুদৃষ্টি কামনা করেছে ভুক্তভোগীরাসহ সচেতনমহল। এ বিষয়ে জানতে দামুড়হুদা উপজেলা সমাজসেবা অফিসার সানোয়ার হোসেনের সাথে মোবাইলফোনে কথা বললে তিনি জানান, অন্যবারের তুলনায় এবার প্রতিবন্ধী ভাতা কার্ড কম এসেছে আমরা চেয়ারম্যানদের জানিয়েছি সেখানে কমিটি আছে তিনারা তালিকায় নাম দিলে ভাতা কার্ড হয়ে যাবে।