কার্পাসডাঙ্গার বিশ্বাস কিন্ডারগার্টেন একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

 

কুড়লগাছি প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় বিশ্বাস কিন্ডারগার্টেন একাডেমি আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরজাহান বেগম বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। প্রত্যেক শিশুরই প্রতিভা বিকাশের জন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করার প্রয়োজন রয়েছে। গতকাল সোমবার দুপুর ২টায় বিশ্বাস কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা মো. আব্দুল কাদের বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবিদ আজাদ আকমল। এ সময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল আহম্মদ, চুয়াডাঙ্গা জেলা শাখা কিন্ডারগার্টেনের সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, কোষাধ্যক্ষ খলিলুর রহমান, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের যুগ্মআহ্বাক শহিদুল সর্দ্দার, হেকেম বাংলাদেশ এ্যাগ্রো ক্যামিক্যালের আঞ্চলিক (এরিয়া) ম্যানেজার আমির হোসেন, রাসেল সীডের ম্যার্কেটিং অফিসার সাগর আহম্মদসহ শিক্ষক আব্দুল হাই, জেসমিন নাহার, ইসমত আরা, আনোয়ারা, শিউলী, সাথী খাতুন, আনার কলি, ফাহিমা। শিক্ষক এসএম আব্দুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন বিশ্বাস কিন্ডারগার্টেনের অধ্যক্ষ রোকেয়া খাতুন বিউটি। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং ২০১৫ সালের মেধাবী ছাত্র-ছাত্রীদের ও শ্রেষ্ঠ ১০ জন অভিভাবকের পুরস্কার দেয়া হয়।