কার্পাসডাঙ্গার দুই স’মিলের মালিক প্রধান সড়কের ওপর কাঠ রেখে চালাচ্ছে ব্যবসা : যেকোন সময় ঘটতে পারে দূর্ঘটনা

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ফাজিল মাদরাসার সামনে দর্শনা-মুজিবনগরের প্রধান সড়কের ওপর দুই স’মিলের মালিক ক্ষমতার দাপট দেখিয়ে বড় বড় কাঠ রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ব্যস্থতম এই প্রধান সড়কের ওপর কাঠ রাখার কারণে যেকোন সময়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

অভিযোগসূত্রে জানা গেছে, কার্পাসডাঙ্গা গ্রামের ইব্রাহিম এবং আলতাব দীর্ঘদিন ধরে ক্ষমতার দাপট দেখিয়ে প্রধান সড়কের ওপর কাঠ রেখে ব্যবসা করে আসছেন। স্থানীয়রা অভিযোগ করে বলেন, তাদেরকে কিছু বলতে গেলে তারা আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকিধামকি দিচ্ছে। দুর্ঘটনা এড়াতে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।