কারেন্ট জাল ধংস : দুই ব্যবসায়ীর জরিমানা

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পশুহাটে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ টাকার ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে। এ সময় দুই কারেন্ট জাল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা ও কারেন্ট জাল ধংস করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, আলমডাঙ্গা পৌর পশুহাটে প্রতি বুধবারে ক্যানেলের ওপরে কারেন্ট জালের হাট বসে। নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার মশিনদা গ্রামের কয়েক ব্যবসায়ী জাল বিক্রি করতে আসেন। গতকাল ও প্রতি বুধবারের মতো জাল বিক্রয় করতে আসেন। বেলা ১১টার দিকে কারেন্ট জাল বিক্রি করার জন্য দোকান সাজিয়ে রাখে। সে সময় উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান ভ্রাম্যমাণ আদালত নিয়ে হাজির হন আলমডাঙ্গা পৌর পশু হাটে। এ সময় উপজেলা মৎস্য অফিসার মঈনুল ইসলাম ও প্রাণিসম্পদ কর্মকর্তা ও এসআই সাখাওয়াত সঙ্গীয় ফোর্স নিয়ে সাথে ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ১৭/১৮ জন জাল ব্যবসায়ী কুমার নদে ঝাপ দিয়ে পালিয়ে গেলেও নাটোর জেলার গুরুদাসপুর থানার মশিনদা গ্রামের শহিদুলের ছেলে জয়নাল আবেদীন (৩৮) ও মৃত ঈসমাইলের ছেলে মোসলেমকে (৪০) আটক করা হয়।  জালের হাট থেকে দুই ব্যবসায়ীসহ প্রায় ২ লাখ টাকার ২০ হাজার মিটার কারেন্ট জাল আটক করে উপজেলা চত্বরে নিয়ে আসা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও মৎস অফিসার দাড়িয়ে থেকে কারেন্ট জালের ওপর কেরসিন তেল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে কারেন্ট জাল পুড়িয়ে দেন। পরে ভ্রাম্যমাণ আদালত দুই জালব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা করেন। তারা জরিমানার টাকা দিয়ে মুক্তি নিয়ে বাড়ি চলে যান।