কান ধরে আর চুরি না করার প্রতিজ্ঞা করে ছেড়ে দেয়ার মিনতি : মন গলেনি ডিবির

 

স্টাফ রিপোর্টার: গোয়েন্দা পুলিশের হাতে ধরাপড়ার পর চুয়াডাঙ্গা পৌর কলেজপাড়ার শেখ মো. নয়ন দু কান ধরে বার বার বলতে থাকে, আর চুরি করবো না। তাছাড়া আমি তো বড় চোর নই। ছোটখাটো চুরি করি। গত দু দিন আগে পূজোতলাপাড়ার একটি দোকানে সিগারেট চুরি করলেও ল্যাবটপ তো চুরি করিনি।

ছোটখাটো চুরি করলেও নয়ন বলেছে, বড় চুরি করে ধরা পড়লে মারধরও হয় বড়। এ ভয়ে বড় ধরনের চুরি করতে সাহস পাইনি। আগেও পুলিশ ধরেছে। ট্রাক ধুয়ে পেট চালানোর কথা ভাবি। কিন্তু নেশার টাকা জোগাতেই তো আবার ওই পথে পা বাড়াতে হয়।

চুয়াডাঙ্গা পৌর কলেজপাড়ার শেখ জান মোহাম্মদের ছেলে শেখ মো. নয়নকে গতকাল বৃহস্পতিবার সকালে আটক করা হয়। তার বাড়ি থেকে উদ্ধার করা হয় বেশ কিছু সিগারেট। তাকে গোয়েন্দা পুলিশ দফতরে নিয়ে জিজ্ঞাসা শুরু করতেই সে অকপটে ছিঁচকে চুরির কথা বলে ছেড়ে দেয়ার অনুরোধ জানিয়ে বলে, আর চুরি করবো না। এ কান ধরে বলছি, ট্রাক ধুয়ে কষ্ট করে সংসার চালাবো। অবশ্য এ আকুতিতে ডিবি পুলিশের মন গলেনি। শেষ পর্যন্ত তাকে আদালতে সোপর্দ করার পক্রিয়া করা হয়।