কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ

 

স্টাফ রিপোর্টার:জমে উঠেছে ৬৭তম কান চলচ্চিত্র উৎসব। বিশ্বের নানাদেশের পাশাপাশি এ উৎসবে উচ্চারিত হচ্ছে বাংলাদেশের নামও। আর এটা সম্ভবহচ্ছে তরুণ চলচ্চিত্র নির্মাতা কামার আহমেদ সাইমনের সূত্রে। যিনি বর্তমানেঅবস্থান করছেন কান চলচ্চিত্র উৎসবে। প্রথম চলচ্চিত্র ‘শুনতে কি পাও’ গত বছরফ্রান্সের ‘সিনেমা দ্যু রিলে’ আসরের গ্রাঁ প্রি খেতাব জিতেছিলো। এবার কানের ‘লা সিনেমা দ্যু মন্দে’ যার বাংলা করলে দাঁড়ায় ‘বিশ্বের চলচ্চিত্র’ এসিরিজে নির্বাচিত হয়েছে তার সিনেমা ভাবনা। ১২৫টি আবেদন থেকে বাছাই করা১০টির মধ্যে কামার আহমেদের স্থান পাওয়ার ঘটনাটি বাংলাদেশের জন্য এ প্রথম। ‘বিশ্বের চলচ্চিত্র’ কান চলচ্চিত্র উৎসবের এমন একটি প্লাটফর্ম যার মাধ্যমেউৎসবে উদীয়মান চলচ্চিত্র নির্মাতাদের প্রযোজকদের সংস্পর্শে আসার সুযোগ করেদেয়। ‘ফ্রেঞ্চ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স’-এর পৃষ্ঠপোষকতায় এপ্রকল্পের জন্য নির্মাতারা একটি চলচ্চিত্রের মূল ভাবনা, চিত্রনাট্য কিংবাকিছু প্রাথমিক কাজ জমা দেন। সেই সাথে তাদের আরও কিছু শর্ত পূরণ করতে হয়।যেমন, তাদের কাজটির মাধ্যম হতে হবে বড় পর্দা এবং এর বাজেট থাকতে হবে ৪০ লাখমার্কিন ডলারের মধ্যে। এ বছর প্রকল্পটি পরিচালনার নেতৃত্বে আছেন ‘সেন্ট্রাল স্টেশন’, ‘দ্য মোটরসাইকেল ডায়েরিস’খ্যাত ব্রাজিলীয় চিত্রপরিচালকওয়াল্টার সালেস। উল্লেখ্য, কামার আহমেদ সাইমনের সিনেমা ভাবনাটির নাম ‘সাইলেন্স অব দ্য সি-শেল’। এটি দু বন্ধুর ভ্রমণের গল্প। সমুদ্রের দিকেছুটে চলা এক নদীর খোঁজে যারা পেরিয়ে যায় বহু সীমান্ত উপত্যাকা।