কান্ডারি পৌঁছেছে রাতে :উদ্ধারকাজ আজ

স্টাফ রিপোর্টার: লঞ্চডুবির তিনদিন পেরিয়ে গেলেও এখনো পিনাক-৬ এর সন্ধান মেলেনি। গতকাল বুধবার সকালথেকে লঞ্চটির উদ্ধারে নতুন করে যুক্ত হয়েছে বিআইডব্লিউটি-এর নির্ভীক ওরুস্তম এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারী জাহাজ অগ্নিশাসক ও অগ্নিবীণা। উদ্ধারকারী জাহাজ ‘কান্ডারি-২’ গতকাল বুধবার রাতে মুন্সিগঞ্জেরমাওয়ায় পৌঁছেছে। এটি রাতে উদ্ধারকাজে অংশ নেয়নি।আজ বৃহস্পতিবার সকাল থেকে জাহাজটি উদ্ধার তত্পরতা শুরু করবে।চট্টগ্রাম বন্দরের নাম প্রকাশেঅনিচ্ছুক দায়িত্বশীল এক কর্মকর্তা এ তথ্য জানান।

তিনি জানান, বেলা তিনটার দিকে কান্ডারি-২ চাঁদপুরে ছিলো। মাওয়া ঘাটে যেতে তিন ঘণ্টা সময়লাগবে। রাতে এটি কাজ শুরু করতে পারবে না। সকাল আটটা-নয়টা নাগাদ এটি কাজশুরু করবে।সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন,পদ্মায় ডুবে যাওয়া লঞ্চটি পলি মাটিতে চাপা পড়তেপারে অথবা স্রোতের টানে ভাটিতে অনেক দূরে চলে যেতে পারে। এছাড়া প্রতিকূলআবহাওয়া ও তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ কিছুটা বিঘ্নিত হচ্ছে। দীর্ঘ ৪৮ঘণ্টায়ও ডুবে যাওয়া লঞ্চটির কোনো সন্ধান না পাওয়ায় উদ্ধার অভিযান পরিত্যক্তঘোষণা করার সম্ভাবনা বেশি।