কাজী হায়দার ছিলেন নিবেদিত প্রাণ-সাহিত্য সংগঠক

 

জেলার আলোকিত মানুষের সংস্পর্শে এসে আমাদের নিজেদের সমৃদ্ধ করার সুযোগ সৃষ্টি করে গেছেন প্রয়াত কাজী হায়দার। আলোরদূত কাজী হায়দার ছিলেন একজন নিবেদিত প্রাণ, সাহিত্য সংগঠক ও দূরদর্শী সমাজ সংস্কারক। চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের প্রাতিষ্ঠাতা অ্যাড. কাজী গোলাম মোস্তফা হায়দারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে জীবননগর উপজেলার সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তূজা এ কথা বলেন। জেলা লেখক সংঘের ব্যবস্থাপনায় গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা প্রেসক্লাবে অনুষ্ঠিত দিনব্যাপী অনুষ্ঠানমালায় সভাপতিত্ব করেন লেখক সংঘের সভাপতি ডা. শাহীনুর হায়দার। সকাল ১০টায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন সংঘের সহসভাপতি ওমর আলী মাস্টার। বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী, কাজী বদরুদ্দোজা, অ্যাড. বজলুর রহমান, দামুড়হুদা উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি রবিউল হোসেন শুকলাল। বক্তব্যে রাখেন জেলা লেখক সংঘের সাধারণ সম্পাদক ময়নুল হাসান, আবুল কাসেম মাস্টার, শাহ আলম সনি, হাবিবি জহির রায়হান, ওমর আলী মাস্টার, আবুল কালাম আজাদ, আফম মিরাজ সামজী, আব্দুল আলীম, দিলরুবা খুকু ও মরহুমের কনিষ্ঠ পুত্র কাজী জুবায়ের বিন হায়দার। ২য় পর্বে সাহিত্য পাঠের আসর প্রতিধ্বনি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচনা করেন আবুল কাসেম মাস্টার, আহম্মদ আলী, ডা. শাহীনূর হায়দার, হাবিবি জহির রায়হান, আবুল কালাম আজাদ, ময়নুল হাসান, রাজিয়া আক্তার লেখা, আশাদুজ্জামান আশা, কেএম রুমা, আব্দুল আলীম, ওমর আলী মাস্টার, রবিউল হোসেন সুকলাল, জাহিদুল ইসলাম, আবেছদ্দিন, সুলাইমান হোসেন, কাজী জুবায়ের বিন হায়দার, আনোয়ার হোসেন, শরীফ সাথী, মাহির তাজওয়ার, শামীম রেজা, আলী আহাদ, ইসমাইল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা লেখক সংঘের সাধারণ সম্পাদক কবি ময়নুল হাসান। প্রেসবিজ্ঞপ্তি।