কবি আমজাদ হোসেন মাস্টার আর নেই

ঝিনুক উপদেষ্টা লালমনিরহাট জেলার অন্যতম কবি উত্তরাঞ্চলের সাহিত্যের অভিভাবক গুণী কবি আমজাদ হোসেন মাস্টার আর নেই (ইন্নালিল্লাহে……….রাজেউন)। গতকাল ২৬ অক্টোবর বেলা ৩টার দিকে তিনি মারা যান।  কবি আমজাদ হোসেন মাস্টার ১৯৪৩ সালের ১০ জুলাই সিরাজগঞ্জের কাজিপুর থানার চরকাজিপুর পাঁচআনি পাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৫৭ সালে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলাধীন ৭নং চলবলা ইউনিয়নের নিথক শিয়ালখোওয়া গ্রামে সপরিবারে চলে আসেন এবং সেখানেই বসবাস করে আসছিলেন। অনেক উপন্যাস, গল্প ও কাব্য গ্রন্থের জনক তিনি। ঘাটপাড়ের সমাধি, মানুষ না খোদা, নারী স্বর্গ নারীই নরক, নূরজাহান, ভালোবেসে কেন দূরে চলে গেলে, অভাগিনী, প্রেমের পরিণতি, কেন প্রেম দিলে, ভালো যদি বাস সখি, প্রেম কেন কাঁদে ও স্মরণযোগ্য শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান কবি আমজাদ হোসেন মাস্টারের লেখা উল্লেখযোগ্য গ্রন্থ। জীবদ্দশায় পেয়েছেন অনেক সম্মাননা। তার মৃত্যুতে উত্তরাঞ্চলে কবি সাহিত্যিকরা শোক প্রকাশ করেছেন। একই সাথে কবির বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন তারা। প্রেসবিজ্ঞপ্তি।